লিচু খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. মফিজুর রহমান (২০)। তিনি বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের আইয়ুব আলীর ছেলে।

রোববার (১৪ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণচেষ্টা করে মফিজুর।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, ‘গ্রেপ্তার যুবককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!