লালে লাল ফেসবুক, আছে সরকারি শোকের ‘কালো’ও

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাদের ফেসবুক প্রোফাইলকে সাজিয়েছেন লাল রঙের ফ্রেমে। অনেকে আবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে সেটা পোস্ট করেছেন ফেসবুকে। এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকদের অনেকে তাদের ফেসবুক প্রোফাইল সাজিয়েছেন কালো রঙের ফ্রেমে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়।

এরপর রাতে শিক্ষার্থীদের ৯ দফা দাবির পক্ষে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন এই কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার দিবাগত রাত থেকেই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাদের ফেসবুক প্রোফাইলে লাল রঙের ফ্রেম যুক্ত করতে থাকেন। কেউ কেউ তাতে লিখেন—‘এই লাল মানে বিপ্লব, এই লাল মানে নতুন জাগরণ।’ শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ হিসেবে একসময় ফেসবুক ছেয়ে যায় লাল রঙে। অনেকে ছবি না দিয়ে প্রোফাইল পিকচারে লাল রঙ দিয়ে সংহতি প্রকাশ করেন।

শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক, সাংবাদিক, শিল্পীসহ তারকারাও তাদের ফেসবুক প্রোফাইল ছবিকে ‘লাল রঙে’ সাজিয়েছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন।

অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন— ‘শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন।’

অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘রাফসান দ্যা ছোটভাই’সহ আরও অনেকেই দেখা গেছে, ফেসবুক প্রোফাইল লাল রঙে সাজিয়েছেন।

অন্যদিকে সরকারঘোষিত শোক পালন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম যুক্ত করেন সরকার সমর্থক অনেক নেতাকর্মী। তাদের সঙ্গে আবার অনলাইন তর্কে জড়িয়ে পড়তে দেখা গেছে লাল প্রোফাইলধারীদের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm