চট্টগ্রামে ৪৩০ গ্রাম মেটাফিটামিনযুক্ত নেশা আইস (ক্রেস্টাল মেথ) জাতীয় মাদকদ্রব্যসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি এই মাদকের বাহক ছিলেন। এর উৎস কিংবা গন্তব্য সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেনি নগর পুলিশ। তবে এসব মাদক মিয়ানমার থেকে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে কোতোয়ালী থানাধীন লালদিঘীর মোড় সংলগ্ন এলাকা মো. নুরুল আফছারকে (৫২) গ্রেফতার করে সিএমপির ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল।
সিএমপির উপ কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ সালাম কবির জানিয়েছেন, এসব মাদকের আনুমানিক মূল্য ৪৩ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি এসব মাদক চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার জনৈক আজিজুর রহমানের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য লালদিঘির পাড়ে অবস্থান করছিল বলে জানায়।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা মিয়ানমার থেকে আসছিল। তাছাড়া এর গন্তব্য কোথায় ছিল সেটি নিয়ে এখনো আমরা কোনো কথা বলতে চাইনা। বিষয়টি তদন্তাধীন। গ্রেফতার হওয়া নুরুল আবসারের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।’
এআরটি/এমএফও