লালখান বাজারে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

লালখান বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এজাহারে ১০জনকে আসামি করে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) খুলশী থানায় মামলা দায়ের করেন ওইদিন সংঘর্ষে আহত হওয়া ফয়সাল। মামলার বাদি ফয়সাল মাসুম গ্রুপের অনুসারী।

সোমবার (২ সেপ্টেম্বর) দিদারুল আলম মাসুমের মুক্তির দাবিতে তার অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে লালখান বাজার ইস্পাহানি মোড় এলাকায় ফয়সালকে (৩০) মারধর করে বেলাল-মানিকের অনুসারীরা। এ ঘটনায় রাত ৮ টায় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বেলাল- মানিক সমর্থক। পরে খুলশী থানার দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় আহত ফয়সাল (৩০)বাদি হয়ে সালাউদ্দিন লাভলুকে প্রধান আসামী করে ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন খুলশী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন।

তিনি বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার শর্তে কোন প্রকার অনিয়ম দেখলে ব্যবস্থা নেবে খুলশী থানা। কোনরকম বিশৃংখলা সহ্য করা হবে না।’

জেএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm