লালখানবাজারে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর লালখানবাজারের আমিন সেন্টারের পেছনের ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো.আরিফ (১৫)। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি। তবে থাকতো নগরীর বড়পোল এলাকায়।

নির্মাণাধীন ওই বহুতল ভবনটিতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকাতেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন নিহতের সহকর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘১৫ তলার কাজ সেরে হাত-মুখ ধুয়ে নামার সময় পা পিছলে পড়ে যায় আরিফ।’

ভবন থেকে কি করে নিচে পড়লো—জানতে চাইলে তিনি বলেন, ‘১৫ তলা থেকে নামার জন্য একটি ছোট সানশেডের সঙ্গে লাগোয়া সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তবে সানশেড থেকে কোনোভাবে পা পিছলে গেলেই পড়ে যাবে ভবনের বাইরে। যদি এ সানশেডের সঙ্গে দুই থেকে তিন ফুটের একটি রেলিং করা হতো আরিফের আজ এ পরিণতি হতো না। কর্তৃপক্ষের গাফেলতিতে আরিফের মৃত্যু হয়েছে।

তবে এ ঘটনায় থানায় কেউ এখনো মামলা করেনি বলে জানান খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, ‘লালখানবাজারে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এখনও কোনো পক্ষ থানায় মামলা বা অভিযোগ জানাতে আসেনি।’

খুলশী থানার এসআই মঈনুল হাফিজ বলেন, ‘সন্ধ্যা সোয়া ৫টায় আমিন সেন্টারের পেছনের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু সংবাদ পাই। এ সময় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm