লামা উপজেলার আজিজ নগরে র‌্যাবের অভিযানে ৭৮ হাজার লিটার চোলাই মদ জব্দ

0

বান্দরবান (লামা) প্রতিনিধি :

বান্দরবানের লামায় র‌্যাবের অভিযানে ৭৮ হাজার লিটার চোলাই মদ(বাংলা মদ) জব্দ করা হয়েছে ।

আজ বুধবার উপজেলার আজিজনগরে কক্সবাজার র‌্যাব ৭ অভিযান চালিয়ে উপজাতি হেডম্যান পাডায় বিভিন্ন ঘর থেকে দেশীয় তৈরি এ চোলাইমদ জব্দ করেন।

s alam president – mobile

unnamed
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব ৭ ক্যাম্প কমান্ডার এএসপি শরাফত হোসেন। মোবাইল কোটের মাধ্যমে জব্দকৃত মদ ধংস করা হয়।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আজিজনগরে তৈরীকৃত এ সকল চোলাইমদ দেশের বিভিন্ন স্থানসহ পাশবর্তী লোহাগাড়া চকরিয়া, কক্সবাজার এ পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব ৭ ক্যাম্প কমান্ডার এএসপি শরাফত হোসেন সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।

সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানকালে আজিজনগরের উপজাতি হেডম্যান পাডার বিভিন্ন ঘর থেকে বিপুল পরিমান চোলাইমদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদের পরিমান ৭৮ হাজার লিটার হবে বলে জানা যায়।

Yakub Group

জব্দ করা এসকল চোলাইমদ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মোবাইল কোটের মাধ্যমে ধংস করেন।

রিপোর্ট : রফিক সরকার, বান্দরবান (লামা) প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!