লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বামী থানায় খবর দিলে পুলিশ এসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে লামা পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে বেবি আক্তার (৩০) নামের ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঢেকিছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত বেবি আক্তার ঢেকিছড়া পাড়ার বাসিন্দা ফজল কাজীর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার (৭ সেপ্টেম্বার) সকালে বেবি আক্তারের সঙ্গে স্বামী ফজল কাজীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর স্বামী কাজে বের হন। কিছুক্ষণ পর অভিমান করে ঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বেবি আক্তার। পরে স্বামী ঘরে ফিরে স্ত্রীকে বিমের সাঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, ‘গৃহবধূ বেবি আক্তারের লাশের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হয়েছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!