লামায় আগুন দিয়ে ড্রেজার মেশিন ধ্বংস

বান্দরবানের লামায় উপজেলায় সাপের ঘেরা নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সিদ্দিকা।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনগুলো পুড়ে দেওয়া হয় এবং প্রায় ২০০ মিটার পাইপ ধ্বংস করে দেওয়া হয়। তবে অভিযানের সময় মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।

অভিযানের সময় উপস্থিত ছিলেন লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সিদ্দিকা বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কাউকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। সুতরাং বালু যা তুলছে সবই অবৈধ। আর যদি কেউ বালু উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!