লামার রিসোর্টে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

বান্দরবানের লামার মিরিঞ্জা পর্যটন এলাকায় অতিরিক্ত মদপানে নুরুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে মিরিঞ্জা পর্যটন এলাকায় রয়েল রিসোর্টে ছিলেন তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর তার মৃত্যু হয়।

নুরুল আলম লামা পৌরসভার লাইনঝিরি এলাকার হারুণের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল আলম রয়েল রিসোর্ট মালিক রাসেলের ড্রাইভার। গত রাতে সে তার বন্ধুদের সঙ্গে রিসোর্টে ছিল। সেখানে অতিরিক্ত মদ্যপান করা কারণে নুরুল আলমের অস্বাভাবিক অবস্থা হওযাতে ভোররাতে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরি বিভাগ তার মৃত্যু হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুদ্দিন মো. মুরাদ জানান, অতিরিক্ত মদ্যপানে কারণে নুরুল আলমকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পরে লামা থানায় জানানো হলে পুলিশ আসতে দেরি হওয়ায় মৃত ব্যক্তির বন্ধুরা জোর করে লাশ নিয়ে যায়।

এ বিষয়ে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm