লাভ কমে গেল চট্টগ্রামের পেনিনসুলার, বাজারমূল্য এখন ৩২৫ কোটি

লাভ কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চট্টগ্রামভিত্তিক হোটেল দ্য পেনিনসুলা লিমিটেডের। ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৮ পয়সা। অথচ এর আগের বছর ২০২১-২২ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৩ পয়সা। অর্থাৎ ২৫ পয়সা ইপিএস কমেছে।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ১৯১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর (প্রথম ও দ্বিতীয়) প্রান্তিকে মিলে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৪ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৯৮ পয়সা কমেছে।

এছাড়া ইপিএস কমায় ৩০ ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৭ পয়সা।

১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০ শেয়ারের এ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে বর্তমানে রয়েছে ৪৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৮ শতাংশ শেয়ার।

রোববার (২২ জানুয়ারি) কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৭ টাকা ৪০ পয়সা। তাতে কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকা।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!