পরিবেশ ছাড়পত্র নবায়ন না করেই ব্যবসা করে যাচ্ছিল চট্টগ্রামের জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড। এই অভিযোগে এফএমসি গ্রুপের এই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা গুণতে হল।
চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী এলাকায় এই ডকইয়ার্ডটির অবস্থান। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত হয়, পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষ হলেও সেটি নবায়ন করেনি ওই প্রতিষ্ঠানটি। এরপর এফএমসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসাইন এ সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন।
এছাড়া ছাড়পত্রের শর্তভঙ্গ করায় সীতাকুণ্ডের এসএল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা এবং পরিবেশ দূষণের অপরাধে সাতকানিয়ায় হোসাইন ডেইরি ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে পাহাড় কাটার দায়ে কক্সবাজারের পেকুয়ার মাে. জাকারিয়াকে তিন লাখ টাকা এবং সােহেল নামের অপর একজন সাত লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে কক্সবাজার সদরের আব্দুল্লাহ আল তাহেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যবসা করার দায়ে কক্সবাজার সদরের মমতাজ পােল্টি ফার্মকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিপি