চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের চোরাই কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় এ অভিযান পরিচালনা করেন দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে পটিয়া জুলধা এলাকা থেকে একলাখ টাকা মূল্যের চোরাই কাঠ জব্দ করা হয়েছে। এ সময় চোরাই কাঠ বহনকৃত ট্রাকটিও (চট্টমেট্রো ড-১১-০৩৮১) জব্দ করা হয়।
এএইচ