লাইসেন্স ছাড়া চা-পাতা বিক্রি, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

২২ ব্র্যান্ডের নকল প্যাকেট জব্দ

লাইসেন্স ছাড়া চা-পাতা বিক্রি করায় চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২২ ধরনের অবৈধ ব্র্যান্ডের চা-পাতা প্যাকেট জব্দ করা হয়।

লাইসেন্স ছাড়া চা-পাতা বিক্রি, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড 1

রোববার (৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে বৈধ লাইসেন্স ও চা ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে নিজাম টি হাউসকে ৫০ হাজার, চট্টলা টি হাউসকে ২০ হাজার ও আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এছাড়া ২২ ধরনের অনুমোদনহীন নকল ও অবৈধ ব্র্যান্ডের চা পাতা জব্দ করা হয়।

এই বিষয়ে মো. রুহুল আমীন বলেন, ‘চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন নকল প্যাকেট ও ব্র্যান্ডে চা-পাতা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ও ২২ ধরনের অবৈধ ব্র্যান্ডের চা-পাতা জব্দ করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান উপস্থিত ছিলেন।

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm