লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কার, ফৌজদারহাটে নিহত দুই

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে জানান, নিহতের মধ্যে দুইজনই কন্যা শিশু এবং আহতদের মধ্যে ১জন পুরুষ, ১জন মহিলা এবং অন্যজন শিশু। তবে তাদের পরিচয় পাওয়া যায় নি।

লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কার, ফৌজদারহাটে নিহত দুই 1

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি লরি বিপরীতমুখী ২টি প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় কার দুটি। পরে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধাকর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

এএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm