চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে লন্ডন থেকে আসা এক কন্টেইনার মদের চালান। ঢাকার বংশালের আমদানিকারক ‘বিসমিল্লাহ করপোরেশন’ নামের এক প্রতিষ্ঠান এই চালানটি এনেছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ইয়ার্ড থেকে জব্দ করা হয় কন্টেইনারটি।
সোডা অ্যাশ লাইট ঘোষণায় আমদানি করা একটি চালানে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ৪০ ফুট লম্বা কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন ও কায়িক পরীক্ষা করা হয়।
জানা গেছে, কাস্টমসের এআইআর শাখা থেকে বন্দরের টার্মিনাল ম্যানেজারকে জরুরি ভিত্তিতে ওই কন্টেইনারটি ফোর্স কিপ ডাউনের জন্য চিঠি দেওয়া হয়। যাতে কায়িক পরীক্ষা শেষে কন্টেইনারটি বন্দরের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখার জন্য অনুরোধ করা হয়েছিল। কন্টেইনারটির নম্বর-GESU4395346x40 (FCL)।
চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ‘গোপন সংবাদ থাকায় এই দপ্তরের এআইআর শাখার সহকারী রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এতে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া গেছে। তবে এখনও ইনভেন্ট্রির কাজ চলছে। বিস্তারিত জানাতে আরও সময় লাগবে।’
এএস/ডিজে