লন্ডনে ‘সি ফর চাটগাঁ’র প্রথম বার্ষিক সাধারণ সভা

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হলো ‘সি ফর চাটগাঁ’র প্রথম বার্ষিক সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামের বাসিন্দারা।

শুক্রবার (২৫ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে চাটগাঁ ভবনে অনুষ্ঠিত হয় ‘সি ফর চাটগাঁ’র প্রথম এই বার্ষিক সাধারণ সভা। এতে আমন্ত্রিত অর্ধশতাধিক চাটগাঁবাসী উপস্থিত ছিলেন।

গত বছর চট্টগ্রামের কৃতি সন্তান এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নাজিম উদ্দিন ‘সি ফর চাটগাঁ’ নামে একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন।
গত বছর চট্টগ্রামের কৃতি সন্তান এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নাজিম উদ্দিন ‘সি ফর চাটগাঁ’ নামে একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন।

বার্ষিক সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাবিবুর রহমান।

সি ফর চাটগাঁ-এর সচিব সামির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাইরেক্টর ও শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘সি ফর চাটগাঁ’র প্রতিষ্ঠাতা ডাইরেক্টর নাজিম উদ্দিন ।

পরে উপস্থিত সবাই ‘সি ফর চাটগাঁ’ ভবনের ভেতর ও বাইরের অংশ ঘুরে ঘুরে দেখেন। তাছাড়াও ভবিষ্যতে কিভাবে এই ভবনকে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে এর প্রাথমিক পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

সভার দ্বিতীয় পর্বে সি ফর চাটগাঁ-এর গত বছরের বার্ষিক রিপোর্টের কপি বিতরণ করা হয়। পরে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সি ফর চাটগাঁ এর ডাইরেক্টর ও শেয়ার হোল্ডারবৃন্দ। বক্তারা সবাই যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রামবাসীদের স্বপ্ন পূরণে এই উদ্যোগের প্রশংসা করেন।

‘সি ফর চাটগাঁ’ ভবন বিলেতের মাটিতে চাটগাঁবাসীর একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। এর মধ্য দিয়ে লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীদের দীর্ঘদিনের একটা স্বপ্ন পুরণ হয়েছে। যা বিলেতে চট্টগ্রামবাসীদের অংশীদারিত্বের ভিত্তিতে কেনা প্রথম স্থায়ী নিজস্ব সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

গত বছর চট্টগ্রামের কৃতি সন্তান এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নাজিম উদ্দিন ‘সি ফর চাটগাঁ’ নামে একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। অক্লান্ত পরিশ্রম করে মাত্র কয়েক মাসের মধ্যেই চাটগাঁবাসীদের সাথে নিয়েই প্রায় দেড় মিলিয়ন পাউন্ডে কেনা হয় এই ‘সি ফর চাটগাঁ’ ভবন। এটাই হচ্ছে বিলেতের মাটিতে চট্টগ্রামবাসীদের স্বতঃস্ফূর্তভাবে অংশীদারিত্বের ভিত্তিতে কেনা প্রথম সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm