যুক্তরাজ্যের লন্ডনের প্রাণকেন্দ্রে এক উষ্ণ পরিবেশে মিলিত হলো দুই প্রজন্মের প্রবাসী চট্টগ্রামপ্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চট্টগ্রামের কৃতি সন্তান প্রফেসর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চট্টগ্রাম সমিতি ইউকে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ৩১ অক্টোবর লন্ডনের এক রেস্টুরেন্টে।
সাক্ষাৎকালে চট্টগ্রাম সমিতি ইউকে’র পক্ষ থেকে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ও একটি শুভেচ্ছা উপহার প্রফেসর নিয়াজ আহমেদ খানের হাতে তুলে দেওয়া হয়।
সমিতির নেতারা যুক্তরাজ্য ও বাংলাদেশে গত তিন দশক ধরে পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন।
প্রফেসর নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম সমিতি ইউকে’র উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসে থেকেও সংগঠনটি চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি লালন করছে, যা প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে আরও আন্তঃকমিউনিটি সহযোগিতা ও চট্টগ্রামের ঐতিহ্য বিকাশে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম সমিতি ইউকে সম্প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন কমিউনিটির মধ্যে বন্ধন ও সম্প্রীতি গড়ে তুলছে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন, ট্রেজারার আব্দুল মান্নান, আজীবন সদস্য ড. নাসির উদ্দীন খান এবং সাঈদ মুস্তাক আহমেদ।
অনুষ্ঠানের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান সমিতির কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। চট্টগ্রাম সমিতি ইউকে তাঁর ব্যস্ত সময়ের মধ্যেও উপস্থিত থেকে সময় দেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।



