লন্ডনে আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গ্রেটার চিটাগং এসোসিয়েশনের (জিসিএ) মেজবানি অনুষ্ঠান।
রোববার (৮ জুলাই) যুক্তরাজ্যের লন্ডনে জিসিএ পঞ্চমবারের মতো এই মেজবানির আয়োজন করলো। লন্ডনের প্রাণকেন্দ্রে মে-ফেয়ারে হলে অনুষ্ঠিত এবারের মেজবানে ইউরোপসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে প্রায় তিন হাজার মানুষ অংশ নেয়।
রোববার দিনব্যাপি চলে মেজবান, চট্টগ্রাম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরান তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আখতারুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান নাজিম উদ্দিন, ১০৬ বছর বয়সী প্রবীণ ব্যক্তিত্ব দবিরুল ইসলাম, আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, চট্টগ্রামভিত্তিক সি-প্লাস টিভির সিইও আলমগীর অপু, চ্যানেল এস-এর সিইও মাহি জলিল।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাসুদুর রহমান, নুরুন নবী, মাহবুবুল আলম, মোস্তফা সামাদ, মো. কায়সার, শহীদুল আলম ও নিগাত সুলতানা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন, আতিক হাসান, পাঞ্জাবিওয়ালা গান খ্যাত শিরীন জাওয়াদ। কৌতুক পরিবেশন করেন কমেডিয়ান আরমান। এছাড়া স্থানীয় শিল্পীদের অনেকে অংশগ্রহণ করেন।