লন্ডনের ৪ বন্দুক চট্টগ্রামে পড়েছিল ৬ বছর ধরে

বিদেশ থেকে আনা নিলামযোগ্য পণ্যভর্তি একটি কন্টেইনারে চারটি বন্দুক ও দুটি মনোকুলার পাওয়া গেছে। বন্দুকগুলোর দীর্ঘদিন বন্দরে পড়ে থাকায় জং ধরেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) নিলামযোগ্য পণ্যভর্তি কন্টেইনারের ইনভেন্ট্রির সময় বন্দুকগুলো পাওয়া গেছে।

জানা গেছে, গত ২০১৬ সালের ১৮ জুলাই চট্টগ্রাম বন্দরে আসে বন্দুকগুলো। লন্ডন থেকে কলি বেগম নামের একজন আমদানিকারক পারিবারিক একটি ব্যাগেজ কন্টেইনারে নিয়ে আসেন চারটি বন্দুক ও দুটি মনোকুলার।

চট্টগ্রাম বন্দরের গুপ্তখালের সাউথ কন্টেইনার ইয়ার্ডে (অকশন ইয়ার্ড) থাকা ওই কন্টেইনার ইনভেন্ট্রির সময় বন্দুকগুলো পাওয়া যায়। কন্টেইনার নম্বর-(EMCU-3914157- 20 সিল নম্বর FSS0061496)। ইনভেন্ট্রি সময় সিল কাটার পর কন্টেইনারের ভেতর অন্যান্য ব্যাগেজ মালামালের সঙ্গে চারটি বন্দুক ও দুটি মনোকুলার পাওয়া যায়।

এ বিষয়ে কাস্টমসের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বন্দুকগুলো কাস্টমসের কাস্টোরিয়ান শাখায় জমা দেওয়া হয়েছে।’

এএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!