লকডাউনেও চলছে আড্ডা, ১৯ মামলায় জরিমানা ১৭ হাজার

করোনা সংক্রমণরোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় পথচারী ও রিকশা চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন ম্যাজিস্ট্রেটগণ।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিনভর এ অভিযান পরিচালিত হয়।

লকডাউনেও থেমে নেই বিভিন্ন খাবারের দোকানে আড্ডা। গণপরিবহনসহ বিভিন্ন স্থানে মাস্ক ছাড়াই চলাচল করছে মানুষ। জেলা প্রশাসনের ছয়জন ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খাবার দোকান ও পথচারীদেরকে জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে নগরীর এ কে খান মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় ৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে খুলশী ও মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ৭০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা করেছেন।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!