লকডাউনেই চলছিল কোচিং, খবর পেয়ে হাজির ম্যাজিস্ট্রেট

চন্দনাইশে কোচিং সেন্টারকে জরিমানা

লকডাউনের মধ্যেই চলছিল কোচিং সেন্টার, তাও আবার ছোট ছোট রুমে গাদাগাদি করে। কোচিং সেন্টারের শিক্ষকেরা তাদের আর্থিক লাভের জন্য কয়েকশ শিক্ষার্থীকে করোনা সংক্রমণ ঝুঁকিতে ফেলে চালু রাখে তাদের ক্লাস।

তবে শেষ রক্ষা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে হানা দিলে জরিমানা গুনতে হয় কোচিং সেন্টার মালিককে। বন্ধ করে দেয়া হয় কোচিং সেন্টারও।

জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউনের মধ্যে কোচিং সেন্টার পরিচালনা করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খানহাট এলাকায় সলিউশন কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন বলেন, ‘লকডাউনের মধ্যে সলিউশন নামের একটি কোচিং সেন্টার খোলা থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালাই৷ অভিযানে গিয়ে দেখি কয়েকটি ছোট ছোট রুমে বসে শিক্ষার্থীরা কোচিং করছিল৷ অভিযানে কোচিং সেন্টার বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!