লংগদুতে বিএফডিসির অভিযানে আটক ৬৭ নৌকা নিলামে

রাঙামাটির লংগদুতে হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকাকালে মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও নৌ-পুলিশের অভিযানে বিভিন্ন এলাকায় হ্রদে মাছ ধরার সময় আটক চারটি নৌকা ও জাল নিলাম দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) মৎস্য উন্নয়ন কর্পোরেশনের লংগদু উপজেলা কার্যালয়ে এ নিলাম দেওয়া হয়।

বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন জানান, সরকারিভাবে হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকাকালে নৌ-পুলিশ ও বিএফডিসির লোকজন বিভিন্ন সময় অভিযান পরিচালনার সময় ৬৭টি নৌকা, চারটি ইঞ্জিন চালিত বোট, পাঁচটি কেচকি জাল জব্দ করা হয়। জব্দকৃত নৌকা বোট ও জাল নিলাম দেওয়া হয়েছে। এতে সরকারের তিন লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

নিলাম পরিচালনা করেন রাঙামাটি জেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর মার্কেটিং অফিসার মো. মাসুদ আলম, ওয়াইট মেন মো. আলাাউদ্দিন ও নৌ-পুলিশের এসআই নুরুল আমিন।

এএইচ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!