লংগদুতে তিন জেলেকে অর্থদণ্ড, নৌকা ও জাল জব্দ

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তিন জেলেকে অর্থদণ্ডসহ চারটি নৌকা ও জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জুলাই) লংগদু উপজেলার কাট্টলী বিল (কাপ্তাই হ্রদে) এলাকায় সময় মৎস্য উন্নয়ন কর্পোরেশন লংগদু শাখার কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন, ভাসাইন্যাদম এলাকার আবুল হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (৩৫) এবং মারিশ্যাচর এলাকার মো. সামাদ হোসেন (৩০)।

উপজেলা বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন জানান, হ্রদে মাছ ধরা অবস্থায় জাল ও নৌকাসহ আটককৃতদের লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের কাছে আনা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল হোসেনকে তিন হাজার টাকা, শহিদুল ইসলাম ও মো. সামাদ হোসেনকে চার হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে তাদের কাছ থেকে জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা অমান্য করে হ্রদে মাছ ধরায় গত দুইদিনে সাতজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!