র‌্যাবে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

র‌্যাবের পরিচ্ছন্নকর্মী ও মালি পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের দায়ে রাকেশ বিশ্বাস (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর একটি টিম।

রাকেশ বিশ্বাস আকবরশাহ থানার উত্তর কাট্টলীর লতিফপুরের মদন বিশ্বাসের ছেলে।

র‌্যাব জানায়, রাকেশ বিশ্বাস র‌্যাবের পরিচ্ছন্নকর্মী ও মালি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় ১ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকেশ র‌্যাবে পরিচ্ছন্নকর্মী ও মালি পদে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের কথা স্বীকার করে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছিল।

এমএ/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!