চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র ও চোলাইমদ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বটতলীর নুরপাড়া জামালের বাড়িতে র্যাব অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে ৪ জনকে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দিয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ৪ জন হলো- বটতলী ইউনিয়নের নুর পাড়ার বাসিন্দা জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), জুইঁদন্ডী ইউনিয়নের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুল হালিম (৫০), বারখাইন ইউনিয়নের আবদুল জলিলের পুত্র আবুল কাশেম (৪৫) ও বটতলী গুচ্ছ গ্রামের বাসিন্দা আলী আহমদের পুত্র মো. ইসমাইল (৪০)।
আনোয়ারা থানা ও র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে র্যাব-৭ এর বিশেষ টিম মঙ্গলবার রাত ১০টায় উপজেলার বটতলী ইউনিয়নের নুর পাড়ার বাসিন্দা জামালের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২টি দেশিয় তৈরি এলজি, ৪টি বিভিন্ন সাইজের ছোরা, ৮৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জামাল প্রকাশ ডাকাত জামাল পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আনোয়ারা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে ২টি দেশিয় অস্ত্র, ৪টি ছোরা, ৮৫ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ