রয়েল হাসপাতালে আটকে রেখে ঝগড়া, মায়ের কোলেই শিশুর মৃত্যু

চিকিৎসকের অবহেলায় চট্টগ্রামে বেসরকারি রয়েল হাসপাতালে দেড় মাস বয়সী একটি মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ঠান্ডাজনিত সমস্যা নিয়ে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে এনেছিল তার স্বজনরা।

শিশুটির বাবা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দিনের ১২টা পর্যন্ত কোনো ডাক্তার বাচ্চাটিকে দেখেননি। বাচ্চার অবস্থা আরও খারাপ হওয়ায় তারা বাচ্চাটিকে রয়েল হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ভর্তি করাতে গেলেও আগে রয়েল হাসপাতালের বিল মিটিয়ে যেতে হবে বলে তাদের সাথে তর্কে জড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ।’

এসব বাদানুবাদের মধ্যেই বিকেল ৫ টার দিকে শিশুটি মারা যায় বলে জানিয়েছে তার স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হাসপাতালের অবহেলায় একটা শিশুর মৃত্যুর অভিযোগ পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।’

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!