রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু ২৪ ঘণ্টায় উদ্ধার

উখিয়ার ক্যাম্প থেকে অপহরণের শিকার এক শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে এপিবিএন। দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

উদ্ধার হওয়া শিশুর নাম নূর শেহেরা (৪)। সে উখিয়ার ব্লক এফ/৯, ক্যাম্প-১ (ওয়েস্ট), লাম্বাশিয়ার মাহমুদুল হাসানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন।

তিনি জানান, গত ১১ জুন সকাল ৯ টার দিকে নূর শেহেরা পার্শ্ববর্তী ক্যাম্প-১ (ইস্ট), ই-ব্লকে তার দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে অজ্ঞাত অপহরণকারীরা তাকে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং এ বিষয়ে প্রশাসনের সহায়তা নিলে প্রাণনাশের হুমকি দেন।

তিনি জানান, এ বিষয়ে ক্যাম্পের অপারেশনের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে অপহরণকারী চক্রটি ভীত হয়ে শিশুটিকে কুতুপালং ক্যাম্প এলাকায় ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে  কুতুপালং ক্যাম্প থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং পরে যাচাই শেষে তার পিতা-মাতার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm