কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ২ শতাধিক বাড়ি ও দোকান ভস্মিভূত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলার চারটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি তিনি। তবে রোহিঙ্গাদের ব্যবহৃত গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শেষে জানানো যাবে বলেও তিনি জানান।
কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ’ই-ওয়ান’ ব্লকের বাসিন্দা আলী হোসেন বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে রোহিঙ্গাদের ৩১২টি ঝুঁপটি ঘর ও দোকান। পুড়ে যাওয়া ঘরবাড়ির রোহিঙ্গারা এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।
এ প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের আহত হওয়ার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে আমরা আহত কাউকে দেখতে পায়নি।
তিনি বলেন, প্রতিটি রোহিঙ্গাদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে। তৎমধ্যে অধিকাংশ রোহিঙ্গারা সিলিন্ডারের ব্যবহার বিধি জানেনা। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বেশকিছু গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।
এসএইচ