ইয়াবার চেয়েও ভয়াবহ মাদক ক্রিস্টাল আইস বা মিথাইল অ্যামফিটামিনসহ এক রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে দুই কেজি ক্রিস্টাল আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
বুধবার (৩ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে বুধবার জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল আইসসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। তবে এ সময় একজন পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
এমএহক