রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস পাইপ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রান্না ঘরের গ্যাস পাইপ থেকে আগুন ধরে শিশুসহ ৬ জন রোহিঙ্গা অগ্নিদগ্ধ হয়েছে।

অগ্নিদগ্ধ রোহিঙ্গারা কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ৮ টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

নাঈমুল হক বলেন, ‘সকাল ৮ টায় ক্যাম্প নুর আলম নামে এক রোহিঙ্গার ঘরে গ্যাস পাইপ থেকে আগুন ধরে যায়। এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই রোহিঙ্গাসহ মোট ছয় ৬ জন অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!