চট্টগ্রামসহ সারাদেশে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলবে। এর পাশাপাশি চলবে নৌযানও। তবে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৩১ জুলাই) রাতে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সরকার ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কলকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয়। এরপর দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মস্থলে ফেরার জন্য রাস্তায় কর্মজীবী শ্রমিকদের ঢল নামে। পরিবহনের অভাবে অনেকেই পড়েন চরম দুর্ভোগে।
সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) নেতাদেরও ইতিমধ্যে জানানো হয়েছে. ৩১ জুলাই রাত ৮টা থেকে ১ আগস্ট (রোববার) দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালুর বিষয়টি।
তবে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে আগের ঘোষণামতোই।