রোববারের বাংলার মহানায়কের প্রদর্শনী শান্তনু বিশ্বাসকে উৎসর্গ

আগামী রোববার (২৮ জুলাই) থয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠেয় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক মঞ্চ নাটক বাংলার মহানায়কের প্রদর্শনীটি প্রয়াত নাট্যজন শান্তনু বিশ্বাসকে উৎসর্গ করা হয়েছে। ওই দিন মঞ্চায়ন পূর্বে শান্তনু বিশ্বাসের স্মৃতি তর্পণ করবেন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ কাজী মোস্তাইন বিল্লাহ, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী ও জাতিসংঘের (ইউনিসকো) শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সদস্য মিলন শর্মা। এর আগে ২০১৩ সালে শান্তনু বিশ্বাসকে জিয়া হায়দার নাট্য পদক প্রদান করেছিল নাট্যাধার। গত ১২ জুলাই মৃত্যুবরণ করেন শান্তনু বিশ্বাস।

মিলন কান্তি দে রচিত এবং মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত ও গ্রুপ থিয়েটার নাট্যাধারের প্রযোজনা ‘বাংলার মহানায়ক’-এ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, দেশাত্ববোধ, যুদ্ধ বিদ্ধস্থ দেশ পুন:গঠনের যে ঐকান্তিক প্রচেষ্টা ছিল; তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতিবিপ্লবীদের ঘৃণ্য ষড়যন্ত্রের স্বীকার হয়ে ১৯৭৫ এর ১৫ আগস্ট স্ব-পরিবারে তাকে হত্যার ঘটনাক্রম চিত্রায়িত হয়েছে।

জামাল হোসাইন মঞ্জু সম্পাদিত পান্ডুলিপির আলোকে ডা. দীপংকর দের সংগীত পরিচালনায় নির্মিত ‘বাংলার মহানায়ক’ এর রূপসজ্জ্বাকারী শাহীনুর সরোয়ার, পোষাক পরিকল্পক শারমিন সুলতানা রাশা, আবহ সঙ্গীতে শারমিন সুলতানা রাশা, দ্রব্য সম্ভার পরিকল্পক হারুন অর রশীদ, আলোক পরিকল্পক অনিক ইউসুফ, সহকারী আলোক পরিকল্পক মোহাম্মদ আলী এবং প্রযোজনা অধিকর্তা মাসউদ আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে নাট্যাধার সমন্বয়ক মাশরুজ্জামান মুকুট। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফাল্গুনী দাশ, আইরিন মেহজাবিন, রোমানা রশিদ, তৌহিদ হাসান ইকবাল, দেবাশিস রুদ্র, জামাল হোসাইন মঞ্জু, আসিফ উদ্দিন শুভ, দিদার মোরশেদ, জিতেন কুমার, ভাস্কর, কাউসার মজুমদার, অরুন ভদ্র, শেখ আনিস মঞ্জুর, শাহীনুর সরোয়ার, এসএম বাহাউদ্দিন মিরান, মোস্তফা কামাল যাত্রা, জসীম উদ্দিন আহমেদ, আবুল হাসেম খান, আশিকুর রহমান, মাসুদ আহমেদ, নজরুল ইসলাম তুহিন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!