রোগীদের কাছে বাসি স্যুপ বেচে চট্টগ্রাম মেডিকেলের ক্যাফে

রোগীদের জন্য তৈরি করা স্যুপ ছিল বাসী। আগের দিন পরোটা গরম করে দেয়া হচ্ছিল টেবিলে। একজনের খাওয়া তরকারি পুনরায় মিশিয়ে অন্যজনকে দেয়া হচ্ছিল। চায়ে ভাসছিল নোংরা দুধের সর। এ চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকার সিএমসি ক্যাফের।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করার অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমসি ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

তিনি মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করার অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমসি ক্যাফের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে খবর ছিল, এ রেস্টুরেন্ট থেকে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করে কাস্টমারের কাছে সরবরাহ করা হচ্ছিল। সেই সূত্রে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পেয়ে অভিযান চালাই।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!