রোগীদের কাছে বাসি স্যুপ বেচে চট্টগ্রাম মেডিকেলের ক্যাফে

0

রোগীদের জন্য তৈরি করা স্যুপ ছিল বাসী। আগের দিন পরোটা গরম করে দেয়া হচ্ছিল টেবিলে। একজনের খাওয়া তরকারি পুনরায় মিশিয়ে অন্যজনকে দেয়া হচ্ছিল। চায়ে ভাসছিল নোংরা দুধের সর। এ চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকার সিএমসি ক্যাফের।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করার অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমসি ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

তিনি মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করার অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমসি ক্যাফের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

s alam president – mobile

তিনি আরও বলেন, আমাদের কাছে খবর ছিল, এ রেস্টুরেন্ট থেকে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করে কাস্টমারের কাছে সরবরাহ করা হচ্ছিল। সেই সূত্রে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পেয়ে অভিযান চালাই।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!