রেশমীর নতুন বইয়ে স্বপ্নের বাঁধ ভাঙা উচ্ছ্বাস কেড়ে নিলো ঘাতক ট্রাক

0

ফুরফুরে মেজাজে স্কুলে যাচ্ছিল রেশমি। ইচ্ছে ছিল সহপাঠীদের সাথে নুতন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ নিবে। বইয়ের পাতায় হাত বুলিয়ে শব্দগুলো ছুঁয়ে দেখবে। মেতে উঠবে নতুন বই পাওয়ার সীমাহীন আনন্দে। কিন্তু সব স্বপ্নের সলিল সমাধি হয়েছে ঘাতক ট্রাকের ধাক্কায়।

নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন রেশমি আক্তার হিমু (১০) নামের চতুর্থ শ্রেণির এই ছাত্রী।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

s alam president – mobile

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

জানা যায়, নিহত রেশমি আক্তার হিমু পতেঙ্গা কাঠগড় এলাকার আলী মিয়া সোলতানের বাড়ির মো. শাহনু মিয়ার বড় মেয়ে। সে স্থানীয় মীরা পাড়া সরকারি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নতুন বইয়ের জন্য স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলো সে। কিন্তু স্কুলে পৌছানোর আগেই ঘাতক ট্রাকের ধাক্কায় তাকে চলে যেতে হলো পরপারে।

Yakub Group

নিহত রেশমির চাচা মো. মনছুফ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমার ভাতিজি নতুন বইয়ের জন্য খুব আনন্দে স্কুলে যাচ্ছিলো। কিন্তু সে আর স্কুলে পৌঁছাতে পারেনি। ট্রাকের ধাক্কায় মারা গেলো রেশমি।

তিনি বলেন, বছরের প্রথম দিনে আমাদের মেয়েকে হারাতে হবে এমনটি কল্পনাও করিনি।

এনজে/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!