চট্টগ্রামের সাতকানিয়ায় রেশন কার্ড চাওয়ায় ৭০ ব্ছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন পৌর কাউন্সিলর নুরুল হক প্রকাশ নুরুল্লাহ কমিশনার।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ছমদরপাড়ার ৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আছিয়া খাতুন নামের ওই বৃদ্ধা ছমদরপাড়ার বাসিন্দা। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে কোনরকম দিনযাপন করেন।
জানা গেছে, পৌর কাউন্সিলর নুরুল হক বৃদ্ধা আছিয়া খাতুনের প্রতিবেশী হওয়ায় তার কাছে মাঝেমধ্যে সাহায্যের জন্য যেতেন তিনি। কাউন্সিলর তাকে কোনো সাহায্য না করলেও তিনি কখনও নিরাশ হতেন না। শুক্রবার সন্ধ্যায় একটি রেশন কার্ডের জন্য কাউন্সিলরের কাছে যান খাতুন। তিনি রেশন কার্ড চাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারের আগে ‘যাত্রাভঙ্গের অভিযোগ’ তোলে কাউন্সিলর নুরুল হক ওই বৃদ্ধাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধা আছিয়ার ছেলে নুরুল আলম তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং ওই দিন রাতে বৃদ্ধার ছেলে নুরুল আলম বাদী হয়ে কাউন্সিলর নুরুল হক ও তার পিএস হুমায়ুন কবির প্রকাশ ভুট্টুর বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বৃদ্ধার ছেলে নুরুল আলম বলেন, ‘আমরা অসহায়। অভাব অনটনে দিনযাপন করি। কমিশনার এলাকার লোক হওয়ায় তার প্রতি আমরা একটু আবদার করি। আমার মা একটি রেশন কার্ড বানানোর জন্য ভিক্ষা করে কাউন্সিলরকে ২ হাজার টাকা এনে দেয়। অথচ সেই কার্ডের কথা বলাতে আমার বুড়ো মাকে তিনি প্রচণ্ড মারধর করেছেন।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘কাউন্সিলর নুরুল্লাহ বৃদ্ধা মহিলার প্রতি বিরক্ত হলেও বৃদ্ধার পুত্রবধূকে বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে অনেক সময় কুপ্রস্তাব পাঠাত।’
বৃদ্ধার পুত্রবধূ রিনা আক্তার বলেন, ‘গতকাল মূলত আমার শাশুড়িকে রেশন কার্ডের জন্য মারেননি কাউন্সিলর। তার ক্ষোভটা হচ্ছে আমার সঙ্গে পরকিয়া করতে পারেনি সেজন্য।’
সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই উমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনেকে বলেন, বৃদ্ধা মহিলাকে মারধরের বিষয়ে বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাতকানিয়া পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল বলেন, ‘বিষয়টা আমিও শুনছি। কমিশনার কি একটা বিষয় নিয়ে বৃদ্ধা মহিলাকে নাকি মেরেছে।’
অভিযুক্ত কমিশনার নুরুল হক বলেন, ‘আমি এই বিষয়ে জানি না। কোন বৃদ্ধা মহিলাকে আমি মারিনি। তবে আমাদের বাড়ির সামনে গতকাল পৌরসভার একটা গাড়ি রাখা নিয়ে মাতামাতি হয়েছে এতটুকু। আর আমার বিষয়ে কেউ মিথ্যা বললে তো করার কিছু নেই।’
এএইচ