‘রেলে রদবদল’ আরএনবি পূর্বাঞ্চলের প্রধান পশ্চিমাঞ্চলে, পশ্চিমাঞ্চলের প্রধান পূর্বাঞ্চলে

রেলওয়ে পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর নতুন চিফ কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশাবুল ইসলাম। সোমবার (৩১ মে) রেলওয়ের উপ পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়। এতদিন তিনি পশ্চিমাঞ্চল রেলে একই দায়িত্ব পালন করছিলেন।

অপরদিকে রেল পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে বদলী করে পশ্চিমাঞ্চল রাজশাহীর চিফ কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রেল পূর্বাঞ্চলের বিদায়ী চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামের বিরুদ্ধে সেচ্ছাচারিতাসহ নানা রকম অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। তবে তার এ বদলী রেগুলার বদলী বলে জানা গেছে।

অপরদিকে সদ্য যোগদানকৃত চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম ২০২০ সালে চট্টগ্রামের কমান্ড্যান্ট থেকে পদোন্নতি পেয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট পদে দায়িত্ব পালন করছিলেন।

জেএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm