রেলে চাকরি দেওয়ার নামে গেটকিপারের প্রতারণা

রেলওয়ে পূর্বাঞ্চলের কুমিল্লায় এক অস্থায়ী গেটকিপারের বিরুদ্ধে চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগের সত্যতা নিশ্চিতের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তরে।

অভিযুক্ত ওই অস্থায়ী গেটকিপারের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি কুমিল্লার টি/৫৩ শাসনগাছা গেটে কর্মরত আছেন।

রোববার (২৪ নভেম্বর) পাহাড়তলী বিভাগীয় পরিবহন কর্মকর্তা দপ্তরে দেলোয়ার হোসেনকে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদে জন্য ডাকা হয়।

জানা গেছে, কুমিল্লার শাসনগাছা গেটের অস্থায়ী গেটকিপার দেলোয়ার নিয়োগ বাণিজ্যে জড়িত। তিনি রেলে চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনা বিভাগীয় পরিবহন কর্মকর্তার কানে গেলে তিনি জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর মহিউদ্দিন মুকুলকে গোপন তদন্তের নির্দেশ দেয়।

গোপন তদন্তে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর মহিউদ্দিন মুকুল যাবতীয় তথ্য ও কলরেকর্ড বিভাগীয় পরিবহন কর্মকর্তার কাছে পাঠান। এরপর গেটকিপার দেলোয়ারকে ডেকে পাঠানো হয় বিভাগীয় পরিবহন কর্মকর্তার দপ্তরে।

দেলোয়ার রেলের সাবেক এক টিএলআর স্টাফের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘অস্থায়ী গেটকিপার দেলোয়ারের প্রতারণার এমন কৌশলের বিষয়ে জানার পর, তা তদন্তের নির্দেশ দিই। সে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm