রেলের ৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ চারটি পদে রদবদল আনা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল আনা হয়।

বদলি আদেশে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) এএম সালাউদ্দিনকে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (চলতি দায়িত্ব) পদে, চট্টগ্রামের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট সুজিত কুমার বিশ্বাসকে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) প্রধান সংস্থাপন কর্মকর্তা পদে, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সাদেকুর রহমানকে একই পদে ঢাকায়, চট্টগ্রামের অতিরিক্ত সিএসটিসি তারেক মোহাম্মদ শামস তুষারকে চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

ওই আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত বদলি আদেশ দ্রুত কার্যকর করা হবে।

এফএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm