তিন মৃত সন্তানকে দেখতে হাসপাতালে যাওয়ায় রেলওয়ে কর্মচারীকে বরখাস্ত করে সমালোচিত সেই বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রচারের জেরে অবশেষে সিআরবিতে বদলি করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে সিআরবিতে সহকারী মহাব্যস্থাপক হিসেবে বদলিসহ আরও ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়।
সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের পার্সোনাল শাখা-১ এর উপপরিচালক মো. আবার হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়া রেলস্টেশন বুকিং সহকারী গোপীনাথ মজুমদারকে মৃত তিন সন্তানকে দেখতে চট্টগ্রাম যাওয়ার অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করছিলেন সাবেক বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মো. ইমরান। পরে সমালোচনার মুখে একঘণ্টা পর তা প্রত্যাহার করেন।
এ ঘটনায় ২৩ অক্টোবর দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে, ‘মৃত তিন সন্তানকে দেখতে গিয়ে বরখাস্ত রেল কর্মচারী, পরে প্রত্যাহার‘ শিরোনামে সংবাদ প্রচার করা হয়। এবার সেই কর্মকর্তা তারেক মো. ইমরানকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার পদ থেকে সরিয়ে ডেপুটি চিফ অপারেটিং সুপারেন্টেন্ড হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া একই বদলি আদেশে পূর্বাঞ্চলের অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মেহেদি হাসানকে সিআরবিতে সহকারী মহাব্যস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিমাঞ্চল পাকশির অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. হারুন রশীদকে চট্টগ্রামে সিনিয়র সহকারী বাণিজ্যিক ব্যপস্থাপক (রেইটস) হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামানকে সহকারী পরিবহন কর্মকর্তা-১ পাহাড়তলীতে, সহকারী ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (টিকিট চেকিং) মো. হামিদুল ইসলাম খানকে ঢাকায় সহকারী পরিবহন কর্মকর্তা-১, সহকারী ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (টিকিট চেকিং) মো. আতাউর রহমানকে সহকারী বাণিজ্য কর্মকর্তা-২ হিসেবে চট্টগ্রামে, ঢাকার সহকারী বাণিজ্যিক কর্মকর্তা -২ মো. কবির উদ্দিন মোল্লাকে সহকারী ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (টিকিট চেকিং) চট্টগ্রাম, চট্টগ্রামের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ শাহাদাত হোসেনকে রেল ভবনে সহকারী পরিচালক (জনসংযোগ), সহকারী প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (রেইটস) মো. আবু বক্কর সিদ্দিককে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার, রেল ভবনের সিটিএনএল জসিম উদ্দিন ভূঁইয়াকে সহকারী প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (রেইটস), ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (রেইটস) তৌষিয়া আহমেদকে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
সিএম/এমএহক