রেলের সেই পয়েন্টসম্যানের ঘাতক বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় রেলওয়ের পয়েন্টসম্যানকে ধাক্কা দিয়ে বাস উল্টে তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক খোরশেদ আলম খোকনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (১২ মার্চ) রাতে ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. খোরশেদ আলম খোকনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাসা চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায়। খোরশেদ নগরীর ১২ নম্বর রুটের মিনিবাস চালক ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, রোববার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে বাস চালক খোরশেদ আলম খোকনকে আটক করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, গত ৬ মার্চ তেলবাহী ওয়াগনটি মেঘনা অয়েলের ডিপোতে প্রবেশ করছিল। আর ১২ নম্বর রুটের মিনিবাস চালিয়ে খোরশেদ বিমানবন্দর এলাকা থেকে ইপিজেডের দিকে যাচ্ছিল। ওয়াগন রেললাইন অতিক্রমের সময় সেখানে দায়িত্বরত রেলের পয়েন্টসম্যান আজিজুল হক বাসটিকে থামার সংকেত দেন।

কিন্তু সংকেত অমান্য করে বাসটি এগিয়ে গেলে ওয়াগনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে উল্টে যায়। এতে রেলের ওই পয়েন্টসম্যানসহ তিনজন নিহত হন।

এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর খান বাদী হয়ে বাসচালককে আসামি করে মামলা দায়ের করেন।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm