রেলের ডিউটি রুমে ৮ বছর ধরে পড়ে আছে লাইন-ট্যাংক, নেই শুধু পানি

চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন রেল গেটে গেটম্যানদের জন্য আট বছর আগে রেলওয়ের অর্থ ব্যয়ে নির্মাণ করা হয় ডিউটি রুম। সেই রুমে পানির সংযোগ লাইন ও ছাদে পানির ট্যাংক বসানো হলেও এখনও পর্যন্ত একদিনের জন্যও পানির দেখা মেলেনি। অথচ এ রুমে শিফটিং করে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন ছয় জন গেটকিপার। ফলে তাদের বাথরুম ও ব্যবহারের পানি নিয়ে প্রতিদিনই কষ্ট ভোগ করতে হয়। বাধ্য হয়ে প্রয়োজনীয় পানি তাদের বাইরে থেকে কিনে নিতে হয়।

সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সরেজমিন কদমতলীর রেল গেট সংলগ্ন গেটকিপারদের ডিউটি রুমে দিয়ে দেখা মেলে এমন চিত্র।

জানা গেছে, এ রেল গেটে শিফটিং করে ছয় জন গেটকিপার প্রতিদিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে দুজন স্থায়ী ও চারজন অস্থায়ী হিসেবে আছেন। সবসময় কেউ না কেউ দায়িত্বে থাকেন। কিন্তু তাদের জন্য আট বছর আগে রেলের টাকায় রুম বানানো হলেও এখনও পর্যন্ত পানির দেখা মেলেনি। অথচ পানির সংযোগ ও ট্যাংকও বসানো হয়েছে। শুধুমাত্র ওয়াসার লাইনের সঙ্গে ডিউটি রুমের সংযোগ নিতেই আট বছর পার হয়ে গেছে রেলওয়ে প্রকৌশল দপ্তরের। ব্যবহার না হওয়ায় অকেজো হওয়ার পথে ট্যাংক ও সংযোগ লাইন।

গেটকিপার অর্জুন ও ইকবাল বলেন, প্রায় ৮ বছর আগে রেলওয়ে প্রকৌশল দপ্তর পানির ট্যাংক ও সংযোগ লাইন লাগায়। কিন্তু এরপর এখনও পর্যন্ত পানির দেখা পাইনি। বাথরুমে পানি না থাকায় ব্যবহার করতে বিড়ম্বনায় পড়তে হয়। নিজেদের পকেটের টাকা খরচ করে পানি কিনে আনতে হয় আমাদের।

৮ বছর ধরে পানির সংযোগ না থাকার কারণ জানতে রেলওয়ে (পূর্ব) প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট জাকির হোসেন বলেন, বিষয়টি আমার নজরে নেই। আমি দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছি।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm