চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আমবাগান, সেগুন বাগান, ভেলুয়া ডেবার পাড় এলাকায় উচ্ছেদের পর পুনর্দখল করা ২০টি বসতি উচ্ছেদ করেছে রেলওয়ে প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এছাড়াও গত ৬ নভেম্বর আমবাগান, সেগুন বাগান, ভেলুয়া ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭৮৬ জন অবৈধ দখলদারের অধীনে থাকা ২২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৯.৭৮ একর জায়গা উদ্ধার করে রেলওয়ে পূর্বাঞ্চল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজয়ের মাসে উচ্ছেদ অভিযান শিথিল করা হয়। সেই সুযোগে উচ্ছেদের কিছুদিন পরই প্রভাবশালীরা উচ্ছেদকৃত জায়গায় পুনরায় দখল করতে টিন ও বেড়া দিয়ে ঘরবাড়ি নির্মাণ শুরু করে। বসতি নির্মাণের খবর পেয়ে (আরএনবি) সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি বসতি উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, ৭ নভেম্বর আমবাগানে রেলওয়ের উচ্ছেদ অভিযানের সময় দখলদারের একটি দল রাশেদ (৩০), জাবেদ (২৭), নূরউদ্দিন (২৮) নামের তিন উচ্ছেদকর্মীর ওপর আক্রমণ করে। এতে ক্রেনচালক রাশেদ গুরুতর আহত হন। রেলওয়ে পূর্বাঞ্চল ২ মাসে হাজার কোটি টাকার ভূমি উদ্ধার করে।
সিএম/এসএস