রেলের জমিতে জমিদারী ছাড়তেই হচ্ছে শ্রমিকলীগ নেতা লোকমানকে

মুক্তিযোদ্ধা সংসদের নাম দিয়ে রেলওয়ের কোটি টাকার জায়গায় স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছিলেন রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় সভাপতি লোকমান হোসেন। এবার সে স্থাপনা সরিয়ে নিতে ৭ দিন সময় দিয়েছে তাকে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। ৯ নভেম্বর (সোমবার) তাকে এ চিঠি প্রদান করা হয়।

জানা গেছে, কোতোয়ালী থানার সিআরবি সাত রাস্তার মোড়ে মুক্তিযুদ্ধা সংসদের নামে রেলওয়ে প্রায় ১ হাজার ৩৪২ ফুট জমি দখল করেন লোকমান হোসেন। দীর্ঘদিন ধরে তিনি এ জায়গায় দোকান নির্মাণ করে ব্যবসা করছিলেন। রেলওয়ের কাছ থেকে বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগ নিয়ে খাবার হোটেলসহ ৪টি দোকান নির্মাণ করে ভাড়া প্রদান করেন লোকমান।

রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ লোকমান হোসেনকে এ জায়গা থেকে ৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে চিঠি দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে লোকমান হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদ এটা অবৈধ হলে কিভাবে? রেলওয়ে কর্তৃপক্ষই এ মুক্তিযোদ্ধা সংসদ নিমার্ণ করেছে।সাবেক চিফ ইঞ্জিনিয়ার মন্ত্রীর নির্দেশে এটি নির্মাণ করেন। রেলওয়েতে ২২টি মুক্তিযোদ্ধা সংসদ নির্মাণ করার অনুমতি আছে।’

এ ব্যাপারে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, ‘রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আমাদের একটি তালিকা পাঠানো হয়। হসপিটাল নির্মাণের বিষয়ে রেলওয়ের সাথে চুক্তির কারণে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য লোকমান সাহেবকে চিঠি প্রদান করা হয়েছে।’

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm