রেলের চাকা বন্ধ হতে পারে বিকেল থেকে

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ শ্রমিক কর্মচারী পরিষদের নেতৃত্বে বেতন ও মাইলেজ সুরাহা করতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত সময় বেধে দিয়েছে শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় পাহাড়তলী লোকোশেড বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী বৈঠকে শ্রমিকরা এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়। ইকবাল আহমেদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পাহাড়তলী রানিং স্টাফ দলীয় কার্যালয়ের এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন লোকো রানিং কেন্দ্রীয় কমিটি ও গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির নেতারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাইলেজ প্রদান ও বেতন ভাতাসহ নানা দাবিতে আন্দোলন করছে রেল শ্রমিক রানিং স্টাফরা। অবশেষে দাবি আদায় করতে বিকেল ৪টা থেকে পাহাড়তলী লোকোসেড থেকে লোকমোটিভ বন্ধের ঘোষণা দেয় তারা। তাদের এ দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতোমধ্যেই পাহাড়তলী ডিআরএম অফিসে বৈঠকে বসেছে রেলওয়ে কর্মকর্তারা।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!