রেলের চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা বাহিনীর প্রধানকে বদলি

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেল নিরাপত্তা বাহিনী (আরএনবি) চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে অবশেষে চট্টগ্রাম হতে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রেল ভবনের এক আদেশে চট্টগ্রাম রেল (পূর্ব) চিফ কমান্ড্যান্টকে রাজশাহীতে বদলি করা হয়েছে। একই আদেশে রাজশাহীর আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আবরার হোসেন স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

রেল পূর্বাঞ্চল এবং পশ্চিমের চিফ কমান্ড্যান্টদ্বয়ের বিরুদ্ধে নিয়োগবাণিজ্য, দুর্নীতির অভিযোগ থাকার পরেও দীর্ঘদিন তারা ক্ষমতার জোরে পদ আগলে রাখার অভিযোগ ছিল। চট্টগ্রাম প্রতিদিনে চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম ও আশাবুলের এসব অভিযোগ নিয়ে বিরুদ্ধে সংবাদও প্রকাশিত হয়েছিল।

জেএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm