রেলওয়ের পূর্বাঞ্চলীয় আকবরশাহ এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেলের ভূ-সম্পত্তি বিভাগ। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান আরম্ভ হয়। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ অভিযান চলছিল।
তবে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে অবৈধ দখলদারেরা। জানা যায়, সকাল থেকে অভিযানের খবর পেয়ে স্থানীয় একটি চক্র বেশকিছু লোকজন নিয়ে আকবরশাহ মাজার থেকে কবরস্থান পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের অভিযোগ নোটিশ প্রদান না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
এ সময় সেখানে এসে উপস্থিত হন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরোয়ার মোর্শেদ কচি। তবে তিনি সরকারি আদেশ দেখে স্থান ত্যাগ করেন। এছাড়াও আইনজীবী সহ কতিপয় ব্যক্তি নির্বাহী মেজিস্ট্রেট ও ভূ-সম্পত্তি কর্মকর্তাকে নিজেদের জায়গা প্রমাণ করতে কাগজপত্রও সঙ্গে নিয়ে আসেন। তবে কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারেননি।
উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জায়গা দখল করে রেখেছিল। আজ থেকে পুরোদমে আবারও অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের সম্পূর্ণ জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ কার্যক্রমে বিপুল সংখ্যক পুলিশ, আরএনবি পুলিশসহ রেলওয়ের অনান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।
জেএস/এসএইচ