রেললাইন বেঁকে চট্টগ্রামের ট্রেন কুমিল্লায় কাত, ৩০ আহতের ৫ জনই গুরুতর
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
রেললাইন বেঁকে গিয়ে চট্টগ্রাম থেকে যাওয়া জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনটির কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এদিকে দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৪৩ মিনিটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে যাওয়া ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটির বগিগুলো হঠাৎ করে একে একে কাত হয়ে পড়ে যেতে থাকে। চলন্ত ট্রেনটি একপর্যায়ে থেমে যায়। যাত্রীরা তখন আতঙ্কে চিৎকার করতে থাকেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রচণ্ড গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে যেতে পারে। এমন ঘটনায় ট্রেন লাইনচ্যূত হয়ে পড়ে।
যদিও কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙেই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন হাসানপুর রেলওয়ে স্টেশনের ঘটনাস্থলে রওনা দিয়েছে।
এদিকে আহতদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সড়কপথে যার যার গন্তব্যে চলে গেছেন বলে স্থানীয়রা জানান।
সিপি