রেলওয়ে আবাসিকে ৭৮ ফ্ল্যাটের গ্যাসের লাইন হঠাৎ কেটে দিল কর্ণফুলী গ্যাস

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের ৭৮টি আবাসিক ফ্ল্যাটের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে তিন মাস ধরে। গ্যাস সংযোগগুলো অবৈধ ঘোষণা দিয়ে গত ৮ অক্টোবর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম এসব কেটে দেয়। কিন্তু রেলওয়ে কর্মকর্তাদের দাবি, সংযোগগুলো বৈধ এবং সংযোগ বিচ্ছিন্ন করার আগে রেল কর্তৃপক্ষকে জানানোও হয়নি।

জানা গেছে, গ্যাস সংযোগগুলো পুনরায় স্থাপন করতে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী ২ গত ১২ অক্টোবর চিঠি দেয় কেজিডিসিএলকে। কিন্তু প্রায় তিন মাস হয়ে গেলেও এ চিঠির কোনো উত্তর আসেনি।

রেলওয়ের কর্মকর্তাদের দাবি, নিয়ম মেনেই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে গ্যাস বিল পরিশোধ করে আসছে রেল কতৃপক্ষ। সরকারি প্রতিষ্ঠানে গ্যাস কোম্পানি বা পিডিবি অভিযান পরিচালনা করতে হলে সে অবশ্যই রেল কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সমন্বয় করেই এ কাজ করার নিয়ম থাকার পরেও কেজিডিসিএল তা মানেনি। গত ৮ অক্টোবর রেলের সরকারি বাসাগুলোতে অভিযান চালিয়ে ৭৮টি বাসার সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নিয়ে যায় কেজিডিসিএল।

রেলওয়ের কর্মচারী মাইনুল ইসলাম বলেন, ‘মাসে মাসে আমাদের বেতন থেকে গ্যাস বিল কাটা হচ্ছে। কিন্তু গ্যাস পাচ্ছি না। আমরা কোনো অবৈধ সংযোগ ব্যবহার করেনি। বাসায় প্রবেশের পর তাদের পরিচয় নিশ্চিত হতে চাওয়ার কারণেই তারা সংযোগ কেটে দিয়েছে। আমরা যোগাযোগ করলে আশিক নামে এক ব্যক্তি ঘুষ দাবি করে।’

এ বিষয়ে কেজিডিসিএল ভিজিল্যান্স টিমের সদস্য আশিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সচিব হলেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অনুমতি লাগে না।’

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘রেলওয়ের কর্মচারীর বিচার বা শাস্তি দেওয়ার মালিক কি গ্যাস কোম্পানির? সেটা না হলে কিভাবে লাইন বিচ্ছিন্ন করে? এক্ষেত্রে রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিত থাকতে হবে। না হয় সেটা অবৈধ।’

এ ব্যাপারে প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. সুবক্তগীন বলেন, ‘নিয়ম হলো সরকারি যে কোনো প্রতিষ্ঠানে অভিযানের ক্ষেত্রে অবহিত করা এবং রেলওয়ের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে সমন্বয় করা। আমি বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছি।’

এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!