রেলওয়ের জন্য ইন্দোনেশিয়া থেকে এলো ২৬ কোচ

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের যাত্রী পরিবহনের জন্য ইন্দোনেশিয়া থেকে উন্নতমানের ২৬ নতুন কোচ আনা হয়েছে। এ সব কোচ নিয়ে ইন্দোনেশিয়া থেকে পানামা পতাকাবাহী ‘এমভি হোসি ক্রাউন’ জাহাজ বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (২ আগস্ট) সব কোচ জাহাজ থেকে নামানো হয়।

নতুন আনা কোচগুলোর মধ্যে রয়েছে মিটারগেজের ৫৫ আসনের পাঁচটির এসি চেয়ার কোচ, ৬৬ আসনের ১৬ শোভন চেয়ার কোচ, ১৭ বার্থে ৩৪ আসনের ২এসি স্লিপার কোচ, ১পাওয়ার কার ও ২ ডাইনিং কার।

বন্দরের এক কর্মকর্তা জানান, জাহাজ থেকে নামানোর পর একটা দুইটা করে কোচগুলো রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ে গেছে। শুক্রবার (২ আগস্ট) বিকালের মধ্যে সব কোচ রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ে গেছে।

বন্দর থেকে খালাসের পর রেলওয়ে পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোচগুলো পাহাড়তলী ওয়ার্কশপে নিয়ে আসেন।

সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের অধীনে ইন্দোনেশিয়ার সরকারি প্রতিষ্ঠান পিটি ইনকা রেলওয়ে ইন্ডাস্ট্রি থেকে এসব মিটারগেজ কোচ আমদানি করা হয়েছে। এতে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতিটি কোচ আমদানিতে খরচ পড়েছে গড়ে ৩ কোটি ৩ লাখ টাকা। ২৬ কোচ আমদানি করতে খরচ পড়েছে ৭৮ কোটি ৭৮ লাখ টাকা।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!