রেলওয়ে নিয়োগ দুর্নীতি, দুদকের মামলায় অভিযোগ গঠন ১৩ জনের বিরুদ্ধে

বাংলাদেশ রেলওয়েতে ২০১১ সালের কর্মচারী নিয়োগ জালিয়াতির ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বুধবার (২১ অক্টােবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী ছানোয়ার আহম্মেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদনের উপর আইনগত বিষয়ে শুনানি করেন। সেখানে রাষ্ট্রপক্ষ অব্যাহতি আবেদনের বিরোধীতা করেন। পরে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন আদালত।’

অভিযুক্তরা হলেন, বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) সাবেক অতিরিক্ত এফএ এন্ড সিএও বর্তমানে সিভিল অডিট অধিদফতরের মহাপরিচালক মো. নজরুল ইসলাম, সিআরবি হিসাব/ প্রশাসন কর্মকর্তা (অবসর) মফিজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে কমলাপুর স্টেশন শাখার এডি জিএম মামুনুর রশিদ, সিআরবি পেনশন/ডিএফএ কর্মকর্তা এএফ এম শহীদ উল্লাহ, সিআরবি ডিএফ/সদর কর্মকর্তা মো.আনিসুল হক, সিআরবি পাহাড়তলীর অডিটর হোসনা আক্তার, বাংলাদেশ রেলওয়ে কমলাপুর স্টেশন শাখার ফারজানা সুলতানা, বাংলাদেশ রেলওয়ের দিনাজপুর স্টেশনের অডিটর নুরুল আমিন, সিআরবি অডিটর হাকিম সাদেক, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী স্টেশনের অডিটর অপূর্ব বিশ্বাশ, একই স্টেশনের অডিটর মনিরুজ্জামান এবং বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর নীলফামারী শাখার অডিটর প্রদীপ কুমার দাশ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ মার্চ বাংলাদেশ রেলেওয়ের নিয়োগ জালিয়াতির ঘটনায় অভিযোগ এনে চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. নাসির উদ্দিন। আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ১৬৬, ১৬৭, ২১৭, ১০৯ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm